পুরুষাঙ্গের সেক্স রিং, কেন এবং কখন ব্যহার করবেন
- সংবাদ প্রকাশের সময় : ০১:২০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
হয়তো ভাবছেন, পুরুষাঙ্গের আংটি। এ আবার কোন ধরনের জিনিস? যারা বিদেশি নীল ছবি দেখেছেন, তারা অবশ্যই খেয়াল করেছেন, যে বেশ কিছু পর্ন ছবিতে ছেলেরা তাদের যৌনাঙ্গে বিশেষ ধরনের এক আংটি পরে। যা কিনা পুরুষাঙ্গের নীচের দিককে আটকে থাকে। তাতে সঙ্গমের সময় দীর্ঘক্ষণ ধরে যৌনাঙ্গকে দৃঢ় করে তোলে।
এদিকে, যৌন বিশেষজ্ঞরা বলেছেন, সঙ্গমকে দীর্ঘ মেয়াদি করতে পুরুষাঙ্গের এই আংটিটি দারুণ কাজ করে। বিশেষ করে সঙ্গমের সময় লিঙ্গকে বেশিক্ষণ ধরে দৃঢ় রাখতে সাহায্য করবে এই আংটি।
অনেকে পুরুষাঙ্গের মাপ নিয়ে একটু খুঁতখুঁতে। অনেক পুরুষই মনে করে থাকেন দীর্ঘ আকারের পুরুষাঙ্গইনোরীকে সুখ দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এ ধারনা একেবারেই ভুল। এই ভুল ধারনা মিটিয়ে সঙ্গমের সময় আত্মবিশ্বাস বাড়াতে পুরুষাঙ্গের আংটি খুবই কাজে দেয়। এ আংটি পরার পর লিঙ্গ আগের তুলনায় একটু বড়মাপের দেখতে লাগে। মানসিক দিক থেকেও আলাদা শক্তি পাওয়া যায়।
তবে সেক্স আংটি ব্যবহারের আগে কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন।
১) সেক্স আংটি ব্যবহারের আগে অবশ্য়ই ভাল করে পরিষ্কার করে নিন। তা না হলে কিন্তু যৌন রোগ হতে পারে।
২) বাজারে অনেক ধরনের পুরুষাঙ্গের রিং পাওয়া যায়। তবে ধাতবের তৈরি পুরুষাঙ্গের রিং ব্যবহার করার সময় একটু সতর্ক থাকবেন। খেয়াল রাখবেন পরার সময় যেন আহত না হয় আপনার ও সঙ্গীর গোপনাঙ্গ।
৩) অবশ্য়ই আপনার সঙ্গীকে জানান যে সঙ্গমের সময় এই রিং ব্যবহার করছেন আপনি। তার সম্মতি নিয়েই এই আংটি ব্যবহার করুন।