সংবাদ শিরোনাম ::
ভোটে গিয়ে দল হারালেন বিএনপির ৭৩ নেতা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৭৩ নেতাকর্মীকে বহিষ্কার করা রহয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এবার চারধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ৮ মে।এরপর দ্বিতীয় ধাপে ২১ মে। তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোট অনুষ্ঠিত হবে।
বরাবরের মতো উপজেলা পরিষদ নির্বাচনও বয়কট করেছে বিএনপি এবং তাদের শরীক দলগুলো। এজন্য দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছিলো বিএনপি। তবে দলের অনেক নেতাকর্মী নির্দেশনা না মেনে নির্বাচনে প্রার্থী হয়েছেন।