নিহত সজলের পরিবারের পাশে সাঘাটা বিএনপি নেতার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত অবস্থায় ঢাকায় গুলিতে নিহত সাজ্জাদ হোসেন সজলের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবরসহ আর্থিক সহায়তা করেন সাঘাটা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
সোমবার (১৩ আগষ্ট) বিকালে বিএনপি নেতৃবৃন্দ নিহত সজলের গ্রামের বাড়ী জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামে বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মইন প্রধান লাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, মামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আশুলিয়ার সিটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসিতে সাজ্জাদ হোসেন সজল ১ম বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র ছিল। গত ৫ আগষ্ট কোটা সংস্কার আন্দোলনে এক সময় গুলিতে নিহত হন। তাকে হত্যার পর লাশ গুম করার জন্য আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। ঘটনার ২দিন পর সিটি ইউনিভার্সিটির আইডি কার্ড দেখে সজলের পোড়া লাশ সনাক্ত করে তার পরিবার। পরে সেনাবাহিনীর একটি দল স্যালুট জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন এবং পরে গাইবান্ধা জেলার সাঘাটায় তার গ্রামের বাড়িতে তার মরদেহের দাফন সম্পন্ন হয়।