সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ভারতের জনগণের পক্ষ থেকে আপনাকে (শেখ হাসিনা) এবং বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই।
ভারতের প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, ঈদুল ফিতরকে আমরা ঐতিহ্যবাহী একটি উৎসব হিসেবে উত্সাহের সঙ্গে উদযাপন করি। বিশ্বজুড়ে মানুষের সঙ্গে মানুষের সহানুভূতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় এই উৎসব।