https://bangla-times.com/
ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  • অন্যান্য

দূতাবাসের সামনে পুলিশের গুলিতে পুলিশ নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৪ ১:২৭ পূর্বাহ্ণ । ৪৩ জন
Link Copied!

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের গুলিতে এক পুলিশ নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) রাত ১২ টার দিকে ঢাকাস্থ ফিলিস্তিনী দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (৮ জুন) রাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করেছে। বডি স্পটে রয়েছে। এ ঘটনায় পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা ডিউটি শেষে অফিসের গাড়িতে ফিরছিলেন। এ সময় ফিলিস্তিনী দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। চালক গাড়ির গতি থামাতেই পুলিশের এক সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন, তখনও কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান।