ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পেলেন কেজরিওয়াল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তার জামিন মঞ্জুর করেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।

তবে কেজরিওয়াল জামিন পেলেও দেয়া হয়েছে কিছু শর্ত। এরমধ্যে রয়েছে- কেজরিওয়াল দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার অনুমতি ছাড়া সচিবালয় বা মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না। সরকারি ফাইলে সই করতে পারবেন না। এছাড়া মামলা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। কোনো সাক্ষীর সঙ্গে কথাও বলতে পারবেন না।

চলতি বছরের ২১ মার্চ তাকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই অভিযোগে ২৬ জুন তাকে গ্রেপ্তার করে সিবিআই। গত ১২ জুলাইয়ে ইডির মামলায় জামিন পেলেও আটকে যায় সিবিআইয়ের মামলায়।

ইডি ও সিবিআইয়ের অভিযোগ, ২০২১ সালে দিল্লি সরকারের নতুন আবগারি নীতি রূপায়ণের মধ্য দিয়ে কেজরিওয়ালের দল ১০০ কোটি রুপি ঘুষ নিয়েছিল। কিন্তু ঘুষের কোনো টাকা তদন্তকারী সংস্থা উদ্ধার করতে পারেনি। অকাট্য প্রমাণও হাজির করতে পারেনি।

লোকসভা ভোটে প্রচারের জন্য কেজরিওয়ালকে শর্তা সাপেক্ষে সাময়িক জামিন দেয়া হয়। ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। এবার পুরোপুরি জামিন পেলেন হরিয়ানা বিধানসভা ভোটের ঠিক আগে। যদিও সেই ভোটে কংগ্রেসের সঙ্গে আপের আসন সমঝোতা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামিন পেলেন কেজরিওয়াল

সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তার জামিন মঞ্জুর করেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।

তবে কেজরিওয়াল জামিন পেলেও দেয়া হয়েছে কিছু শর্ত। এরমধ্যে রয়েছে- কেজরিওয়াল দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার অনুমতি ছাড়া সচিবালয় বা মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না। সরকারি ফাইলে সই করতে পারবেন না। এছাড়া মামলা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। কোনো সাক্ষীর সঙ্গে কথাও বলতে পারবেন না।

চলতি বছরের ২১ মার্চ তাকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই অভিযোগে ২৬ জুন তাকে গ্রেপ্তার করে সিবিআই। গত ১২ জুলাইয়ে ইডির মামলায় জামিন পেলেও আটকে যায় সিবিআইয়ের মামলায়।

ইডি ও সিবিআইয়ের অভিযোগ, ২০২১ সালে দিল্লি সরকারের নতুন আবগারি নীতি রূপায়ণের মধ্য দিয়ে কেজরিওয়ালের দল ১০০ কোটি রুপি ঘুষ নিয়েছিল। কিন্তু ঘুষের কোনো টাকা তদন্তকারী সংস্থা উদ্ধার করতে পারেনি। অকাট্য প্রমাণও হাজির করতে পারেনি।

লোকসভা ভোটে প্রচারের জন্য কেজরিওয়ালকে শর্তা সাপেক্ষে সাময়িক জামিন দেয়া হয়। ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। এবার পুরোপুরি জামিন পেলেন হরিয়ানা বিধানসভা ভোটের ঠিক আগে। যদিও সেই ভোটে কংগ্রেসের সঙ্গে আপের আসন সমঝোতা হয়নি।