ঈদে ঢাকা ছাড়বে এক কোটি মানুষ!
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
এবছর ঈদের ছুটির সাথে যোগ হচ্ছে বাংলা নববর্ষের ছুটির৷ এর সাথে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে লম্বা ছুটির মধ্যে দেশ৷ তাই অন্যবারের তুলনায় এবছর বেশি মানুষ ঢাকা ছাড়বেন। শুধু বাড়িতেই নয়, অনেকে বিনোদনের জন্যও ঢাকা ছাড়বেন। অনেকে যাবেন দেশের বাইরে।
গত বছর ঈদে মেবাইল ফোনের সিমের হিসাব মতে ঢাকা ছেড়েছে ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ জন। তবে এটা প্রকৃত হিসাব নয়৷কারণ সিমপ্রতি একজন হিসাব করা হয়েছে৷ আবার যারা মোবাইল ব্যবহার করেন না তারাও এই হিসাবে নেই৷
নগর বিশেষজ্ঞ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান এ বিষয়ে বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ধারণা, চলতি ঈদে ৪০ থেকে ৫০ ভাগ মানুষ ঢাকা ছাড়বে। এ বছর ছুটি লম্বা হওয়ায় সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা।
সর্বশেষ জনশুমারিতে বলা হয় ঢাকায় জনসংখ্যা এক কোটি দুই লাখ ৭৮ হাজার৷ তবে ২০২৩ সালের জুনে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সংসদে ঢাকার জনসংখ্যা ২ কোটি ১০ লাখ বলে উল্লেখ করেন৷
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবছর ঢাকা এবং ঢাকার আশপাশের এলাকা থেকে এক কোটি ৬০ লাখ ঢাকার বাইরে যাবে৷ এরমধ্যে ঢাকা ছাড়বে এক কোটি মানুষ৷ এবছর লম্বা ছুটি এবং সাথে বাংলা নববর্ষ থাকায় মুসলমান ছাড়াও অন্য ধর্মের মানুষও ঢাকা ছাড়বেন।
চলতি মাসের ১২ তারিখ রোজা শুরু হয়েছে। ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে ১০, ১১ ও ১২ এপ্রিল৷ ২৯ রোজা হলে ১০ এপ্রিল হবে ঈদ৷
ঈদের আগে শবে কদর আর পরে পহেলা বৈশাখ মিলিয়ে ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল অর্থাৎ ১০ দিনের মধ্যে অফিস খোলা থাকবে একদিন। আর তা হলো ৮ এপ্রিল৷ ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার। ৭ এপ্রিল শবে কদর। ৮ এপ্রিল একদিন অফিস খোলা৷ একদিন বাড়লে ৯ থেকে ১২ এপ্রিল ৪ দিন ঈদের ছুটি৷ আবার ১২ ও ১৩ এপ্রিল শুক্র ও শনিবার। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি৷
এদিকে, ঈদে রাঙামাটি, কক্সবাজার, সাজেক, কুয়াকাটসহ পর্যটন কেন্দ্রগুলোতে এবার ভিড় বেশি হওয়ার সম্ভাবনা। সাজেকের রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, ঈদের তিন দিন এবং পরের দুদিন বুকিং বেশি৷ রিসোর্ট ও কটেজের প্রায় ৮০ ভাগ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে৷
কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম এ বিষয়ে বলেন, এ বছর ঈদে বেশি গেস্ট আশা করছি৷ এরইমধ্যে আগাম বুকিং শুরু হয়েছে।
ঢাকার আশপাশের রিসোর্টগুলোতেও ছুটিতে অনেকেই যাচ্ছেন৷ গাজীপুরের কয়েকটি রিসোর্টে ঈদের পরে দু’দিন ১৩ ও ১৪ তারিখে চাপ বেশি৷
আকাশপথেও এবার চাপ বাড়বে৷ ইউএস বাংলার ম্যানেজার কামরুল ইসলাম জানান, অভ্যন্তরীণ ফ্লাইটে ঈদের দিন ও ঈদের পরের ৩ দিন চাপ বেশি৷ প্রায় সব টিকিটই আগাম বিক্রি হয়ে গেছে৷ আগের চেয়ে এবার ঈদে চাপ বেশি৷