ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে বন্যা কবলিত ১৪ হাজার ৫৫৪ টি পরিবারের মাঝে উচ্চ শক্তি সম্পন্ন (হাই এনাজিটিক) বিস্কুট বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। বন্যাকবলিত মানুষ বিশেষ করে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।

ইপসা প্রধান কার্যালয়ের প্রতিনিধি ব্যবস্থাপক (গবেষনা ও মূল্যায়ন) মোরশেদ হোসেন মোল্লা শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তি এই তথ্য জানান।

তিনি বলেন, বন্যায় লক্ষ্মীপুর জেলার সরকারী হিসেবে প্রায় ৫ লাখ ৬৯ হাজার ৫ শত লোক পানিবন্দী হয়েছেন। জেলার ৪১৭ টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৩২হাজার ৫১৯জন মানুষ। ৩০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানির নীচে। পানির ধীরগতিতে নামার ফলে ৫ লক্ষ মানুষ পানিবন্দি আছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে বর্তমানে অবস্থান করছেন ২৫ হাজারের ও বেশি মানুষ।

বন্যয় ক্ষতিগ্রস্থ মানুষদের শারীরিক পুষ্টি চাহিদা নিশ্চিত করণের জন্য বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউ এফ পি) এর সহযোগিতায় এ পর্যন্ত মোট ১৪৫৫৪ টি পরিবারের মাঝে উচ্চ শক্তি সম্পন্ন (হাই এনাজিটিক) বিস্কুট বিতরণ করা হয়। জরুরী মানবিক সহযোগিতার অংশ হিসেবে এ বিস্কুট বিতরণ করা হয়। গত ৩১ আগস্ট, ২০২৪ তারিখ হতে ৫ সেপ্টেবর পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন-ইপসা প্রতিনিধি ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্য়ায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে এম আবেদ উল্লা, ইপসার প্রধান কার্যালয়ের প্রতিনিধি ব্যবস্থাপক (গবেষনা ও মূল্যায়ন) মোরশেদ হোসেন মোল্লা, ফোকাল পার্সন, আজিজ শিকদার প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক এর মাধ্যমে ৫ টি উপজেলায় নির্বার্হী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থ তালিকা তৈরি করা হয়। এর মধ্যে রামগঞ্জ উপজেলার ৪হাজার পরিবার,রায়পুর উপজেলায় ১ হাজার পরিবার,কমলনগর উপজেলার ৪হাজার ৫শত পরিবার, রামগতি উপজেলায় ১০৫৪ পরিবার মোট ১৪৫৫৪ টি পরিবারের মাঝে এই বিস্কুট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে বন্যা কবলিত ১৪ হাজার ৫৫৪ টি পরিবারের মাঝে উচ্চ শক্তি সম্পন্ন (হাই এনাজিটিক) বিস্কুট বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। বন্যাকবলিত মানুষ বিশেষ করে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।

ইপসা প্রধান কার্যালয়ের প্রতিনিধি ব্যবস্থাপক (গবেষনা ও মূল্যায়ন) মোরশেদ হোসেন মোল্লা শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তি এই তথ্য জানান।

তিনি বলেন, বন্যায় লক্ষ্মীপুর জেলার সরকারী হিসেবে প্রায় ৫ লাখ ৬৯ হাজার ৫ শত লোক পানিবন্দী হয়েছেন। জেলার ৪১৭ টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৩২হাজার ৫১৯জন মানুষ। ৩০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানির নীচে। পানির ধীরগতিতে নামার ফলে ৫ লক্ষ মানুষ পানিবন্দি আছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে বর্তমানে অবস্থান করছেন ২৫ হাজারের ও বেশি মানুষ।

বন্যয় ক্ষতিগ্রস্থ মানুষদের শারীরিক পুষ্টি চাহিদা নিশ্চিত করণের জন্য বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউ এফ পি) এর সহযোগিতায় এ পর্যন্ত মোট ১৪৫৫৪ টি পরিবারের মাঝে উচ্চ শক্তি সম্পন্ন (হাই এনাজিটিক) বিস্কুট বিতরণ করা হয়। জরুরী মানবিক সহযোগিতার অংশ হিসেবে এ বিস্কুট বিতরণ করা হয়। গত ৩১ আগস্ট, ২০২৪ তারিখ হতে ৫ সেপ্টেবর পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন-ইপসা প্রতিনিধি ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্য়ায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে এম আবেদ উল্লা, ইপসার প্রধান কার্যালয়ের প্রতিনিধি ব্যবস্থাপক (গবেষনা ও মূল্যায়ন) মোরশেদ হোসেন মোল্লা, ফোকাল পার্সন, আজিজ শিকদার প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক এর মাধ্যমে ৫ টি উপজেলায় নির্বার্হী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থ তালিকা তৈরি করা হয়। এর মধ্যে রামগঞ্জ উপজেলার ৪হাজার পরিবার,রায়পুর উপজেলায় ১ হাজার পরিবার,কমলনগর উপজেলার ৪হাজার ৫শত পরিবার, রামগতি উপজেলায় ১০৫৪ পরিবার মোট ১৪৫৫৪ টি পরিবারের মাঝে এই বিস্কুট বিতরণ করা হয়।