নওগাঁয় হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল উদ্ধার

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
নওগাঁয় বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে নওগাঁ পুলিশ সুপার মোবাইল মালিকদের ডেকে মোবাইল ফোন গুলো হস্তান্তর করেন।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান,জেলা ডিবি ও আইসিটি শাখার একটি বিশেষ টিম তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন সময় নওগাঁ জেলার থানার এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করা হয় । যা শনাক্তপূর্বক আজ প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া হলো। এ সময় তিনি আরো বলেন- চুরি, ছিনতাই,ডাকাতি ও খুনসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এ কাজে আরো গতি আনতে সবার সহযোগিতা প্রয়োজন। এ সেবা আমাদের চলমান থাকবে।
সদর উপজেলার পলিটেকনিক মোড়ের রাকিব হোসাইন রকি জানান, আমার একটি স্মার্ট ফোন হারিয়ে যায় পরে সদর থানায় অভিযোগ দিলে পুলিশ টিম উদ্ধার করতে সক্ষম হন। আজ আমায় ডেকে ফোনটি দেওয়া হয়েছে। ফোনটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে খুব ভালো লাগছে হারানো প্রিয় জিনিসটি আবার হাতে পেয়ে। কারণ একটা মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যা টাকা দিয়ে পাওয়া যায় না। পুলিশের মানবিক সেবায় আমি অভিভূত।
এছাড়া পুলিশ সুপার আরো বলেন, মোবাইল ফোন সতর্কতার সহিত ব্যবহার করে কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা হোসেন, ইনচার্জ (ডিবি) এম এ মান্নান, সদর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।