সংবাদ শিরোনাম ::
সৎ মা, ভাই ও ভাগনিকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে সৎ মা, ভাই ও ভাগনিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ হোসেন নামের (যুবক) সৎ ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলো- নাছির উদ্দিন এর স্ত্রী বিবি ছকিনা, তার সাড়ে ৩ বছরের ছেলে ফাহিম ও নাতিন ফারিয়া।
জানা যায়, নাছির উদ্দিনের আগের ঘরের সন্তান আরিফ হোসেন ঢাকা থেকে বাড়িতে এসে তার সৎ মা ও ভাই এবং ভাগনিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাচ্ছিলো। এ সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।
রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, পারিবারিক বিরোধের সূত্র ধরে সৎ মা, ভাই ও ভাগনিকে কুপিয়ে হত্যা করেছে সৎ ছেলে আরিফ। তাৎক্ষনিকভাবে তাকে আটক করা হয়েছে।