আদমদীঘিতে নাশকতার মামলায় দু’জন গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের যুবদলের চার নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগিকান্ড ও ককটল বিস্ফারণ মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-সান্তাহার পৌরসভায় চার নম্বর ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক পরিমল মন্ডল (৩৮) ও ওয়ার্ড ছাত্রলীগর সাবেক সভাপতি নূর আলম হীরা (৩০)
বুধবার (২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট রাত এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের তিয়র পাড়া মোড়ে অবস্থিত ওয়ার্ড যুবদল কার্যালয়ে ককটল বিস্ফারণ ও অগিকান্ডের ঘটনায় একই ওয়ার্ডের যুবদল নেতা আশিক বাদী হয়ে সাবেক এমপি ও উপজলা চেয়ারম্যানসহ ৭৭ জনের নাম এবং অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামীরা আত্মগাপনে চলে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে উপজলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামী পরিমল মন্ডল ও নূর আলম হীরাকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।