সালথায় ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৪৭৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি হতে দিনেরাতে চলছে মাটি বিক্রির মহোৎসব। বিক্রিত মাটি বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রলি গাড়ী।
এতে একদিকে যেমন ফসলি জমি কমে যাচ্ছে , অন্যদিকে অবৈধ ট্রলির তাণ্ডবে ধ্বসে যাচ্ছে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচা পাকা সড়কগুলো।
দিনে এবং রাতে অতিরিক্ত ট্রলি চলাচল করার কাচা সড়কগুলোতে প্রচুর ধুলো ময়লার সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় জনসাধারণের স্বাভাবিক জীবন যাপনে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে। ময়লায় তাদের ঘরের জিনিসপত্র ও খাওয়া দাওয়ায় খুবই অসুবিধা হচ্ছে। এছাড়াও সামান্য বৃষ্টি হলেই ট্রলি গাড়ী হতে খসে পড়া মাটি হতে কাঁদার সৃষ্টি হচ্ছে। যার ফলে ঘটে দূর্ঘটনা। মাটি ব্যবসায়িরা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা মধ্যপাড়ায় শাহজাহান, রাঙ্গারদিয়া মধ্যপাড়ায় স্থানীয় চিহ্নিত প্রভাবশালী মাটি ব্যবসায়ি মুরাদ মোল্লা, মধ্যপাড়ায় মাটি ব্যবসায়ি সিরাজ দিনে রাতে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের এমন কর্মকাণ্ড।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, গত সপ্তাহে দুই জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অভিযান পরিচালনা করা হবে।