https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪

টাঙ্গাইলে বিসিক উদ্যোক্তা মেলা সমাপ্ত

মো. মশিউর রহমান, টাঙ্গাইল
জুন ১১, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ । ১১৫ জন
Link Copied!

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপ্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে জেলা বিসিক কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন- পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিসিকের উপব্যবস্থাপক শাহনাজ বেগম। এ সময় সদর ইউএনও মোহাম্মদ হাসান-বিন-আলীসহ সরকারী -বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের সহায়তা ও বিসিকের উদ্যোগে চলতি মাসের ১ জুন টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।