কোচিং সেন্টারে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
কুমিল্লা সদর দক্ষিণে কোচিং সেন্টারে ঢুকে এক শিক্ষককে শিক্ষার্থীদের সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম-গোলাম রসূল লিটন (৪৮)। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে, এ ঘটনায় সাফায়াত আলী (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত গোলাম রসূল লিটন নলকুঁড়ি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। এর পাশাপাশি একটি কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতেন।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিটন কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ সময় সাফায়াত এসে শিক্ষক লিটনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে অভিযুক্ত সাফায়াতকে আটক করে পুলিশ।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া এর সত্রতা নিশ্চিত করেছেন।