আবরার ফাহাদ আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ!
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বুয়েট ছাত্র আবরার ফাহাদ আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ বলে মনে করে জাতীয় ছাত্র পরিষদ। আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে রোববার (৬ অক্টোবর) রাতে এ কথা বলেছে জাতীয় ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক এলাহান কবীর।
গত ১৫ বছর ভারতীয় তাবেদার সরকার বাংলাদেশ শাসন করেছিলো। তারা দিল্লির হুকুম তামিল করতো৷ বাংলাদেশে নানা ভাবে আধিপত্য বিস্তার করে ভারত৷ প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য করেছিলেন শহীদ আবরার ফাহাদ। শুধুমাত্র এই কারণেই তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলো হাসিনার লাঠিয়াল বাহিনী মুজিববাদী ছাত্রলীগ।
শাহাদাৎ এর পাঁচ বছর পর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। ভারতীয় তাবেদারদের ভারতে পালিয়ে যেতে বাধ্য করে এদেশের ছাত্র জনতা ৷ আমরা আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর ও তার নামে বুয়েটে হল নির্মান সহ বিভিন্ন স্থাপনা নাম করণের দাবী জানাই৷
সেই সাথে শহীদ আবরার স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মানেরও আহবান জানাচ্ছি৷