ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রীত্ব ফির পেতে পারেন টিউলিপ!   পলাশবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ গাইবান্ধা প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করতে যশোরে এসপির অভিযান টাঙ্গাইলের চরাঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা ও ফ্রি মেডিকেল ক্যাম্প  টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খানকে বিদায় সংবর্ধনা সংসদের মেয়াদ চার বছর, দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয় চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

শৈত্যপ্রবাহ আসছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরাঞ্চলে। নওগাঁসহ অনেক এলাকায় কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। সম্প্রতি নওগাঁর বদলগাছীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরমধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর।

দপ্তরটি বলছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে রোববারের মধ্যে কয়েকটি জেলায় তাপমাত্রা এক অংকের ঘরে নেমে যেতে পারে। সে ক্ষেত্রে শৈত্যপ্রবাহের ঘোষণা আসতে পারে।

তা-ই নয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি ডিসেম্বরে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে অন্তত দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে দেশির বেশির ভাগ এলাকায়।

সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার আগেভাগেই শীত চলে এসেছে। অথচ শীতকালের প্রথম মাস পৌষ শুরু হতে আরও দুইদিন বাকি। প্রচণ্ড শীতে কাঁপছে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলো। রাজধানীসহ মধ্যাঞ্চলেও শীতের অনুভূতি হচ্ছে। বিশেষ করে রাজধানীতে রাত গভীর হতেই তাপমাত্রা বেশ খানিকটা কমে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বুধবার (১১ ডিেসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে এতে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হবে না। শৈত্যপ্রবাহ ঘোষণার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে রোববারের মধ্যে।

তিনি আরও বলেন, ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর তাপমাত্রা আরও কমতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে। এই সময় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। যা জনজীবনে বড় প্রভাব ফেলবে।

শৈত্যপ্রবাহ কি : আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শৈত্যপ্রবাহ আসছে

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরাঞ্চলে। নওগাঁসহ অনেক এলাকায় কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। সম্প্রতি নওগাঁর বদলগাছীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরমধ্যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর।

দপ্তরটি বলছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে রোববারের মধ্যে কয়েকটি জেলায় তাপমাত্রা এক অংকের ঘরে নেমে যেতে পারে। সে ক্ষেত্রে শৈত্যপ্রবাহের ঘোষণা আসতে পারে।

তা-ই নয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি ডিসেম্বরে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে অন্তত দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে দেশির বেশির ভাগ এলাকায়।

সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার আগেভাগেই শীত চলে এসেছে। অথচ শীতকালের প্রথম মাস পৌষ শুরু হতে আরও দুইদিন বাকি। প্রচণ্ড শীতে কাঁপছে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলো। রাজধানীসহ মধ্যাঞ্চলেও শীতের অনুভূতি হচ্ছে। বিশেষ করে রাজধানীতে রাত গভীর হতেই তাপমাত্রা বেশ খানিকটা কমে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বুধবার (১১ ডিেসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে এতে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হবে না। শৈত্যপ্রবাহ ঘোষণার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে রোববারের মধ্যে।

তিনি আরও বলেন, ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর তাপমাত্রা আরও কমতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চলে। এই সময় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। যা জনজীবনে বড় প্রভাব ফেলবে।

শৈত্যপ্রবাহ কি : আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমবে।