সংবাদ শিরোনাম ::
কেটে কেটে বিক্রি হচ্ছে ইলিশ
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
নিম্ন আয়ের মানুষের কাছে ইলিশের স্বাদ আর গন্ধ অধরা হলেও এবার সেই স্বাদ নিতে পারবেন। আর এই সুযোগ করে দিলেন রাজশাহীর ব্যবসায়ীরা। বাজারে এখন পাওয়া যাচ্ছে কাটা ইলিশ। কেউ চাইলে বড় একটি ইলিশের সামান্য অংশ নিতে পারবেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর ) সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ মাছ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা।
এদিকে, ইলিশের স্বাদ নিতে পারায় আনন্দিত সাধারণ মানুষ। তবে দাম কমানোর দিকে নজর দেয়ার দাবি তাদের।
ব্যবসায়ীরা বলছেন, কেউ চাইলে এখন সর্বনিম্ন আড়াইশো গ্রাম ইলিশ কিনতে পরাবে। এতে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে।
ব্যবসায়ী নেতারা বলেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। যাতে ইলিশ কিনতে পারেন সব শ্রেণী পেশার মানুষ।