ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নন্দিনীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নন্দিনী রানী সরকার। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। বাবার অটোরিকশার উপার্জনে বেড়ে ওঠা নন্দিনী কঠোর পরিশ্রম ও মেধার গুণে মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এমনকি নন্দিনীর মেডিকেল কলেজ জয়ের খবর শুনে সুদূর লন্ডন থেকে তার জন্য উপহার সামগ্রি পাঠিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতাসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় তারেক রহমানের পাঠানো মেডিকেলের প্রথমবর্ষের বই ও ভর্তির টাকা নন্দিনীর হাতে তুলে দেয়ায় দরিদ্র পরিবারের এই মেধাবীর পড়াশোনায় উৎসাহ আরও বেড়ে গেছে।

নন্দিনীর এ সাফল্যে গর্বিত তার পরিবার ও স্থানীয়রা। তার পড়াশোনার সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুদূর লন্ডন থেকে তিনি পাঠিয়েছেন মেডিকেলের প্রথম বর্ষের বই ও ভর্তির খরচ। শুক্রবার বিএনপি নেতারা নন্দিনীর হাতে এসব উপহার তুলে দেন।

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে কথা হয় নন্দিনী ও মা-বাবা এবং প্রতিবেশীর সাথে। মেয়ের সফলতায় পরিবারের সবাই আনন্দিত। দুপুরের পরপর নন্দিনীর সাথে দেখা করতে আসেন যে কলেজ থেকে লেখাপড়া করে কৃতিত্ব অর্জন করেছে সেই কানিজ ফাতেমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হালিম এবং আরেক শিক্ষক।

নন্দিনী বলেন, আমি চাই দরিদ্র মানুষের সেবা করতে, যেন টাকার অভাবে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। আমার বাবা-মায়ের ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। তাদের ইচ্ছা পূরণ করার জন্য ভালোভাবে পড়াশোনা শুরু করি। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আমার বাবা হতদরিদ্র অটোরিকশাচালক হওয়ায় আমার এবং ছোট বোনের লেখাপড়ার খরচ চালাতে তার খুব কষ্ট হয়। যার কারণে আমার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমাকে বই-খাতা কলমসহ সব ধরনের সহযোগিতা এবং স্যারেরা সবসময় আমার এবং বাবা-মায়ের স্বপ্নপূরণে পাশে থেকে এবং উৎসাহ দিতেন।

নন্দিনী জানান, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার খবর পেয়ে সুদূর লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মানিকগঞ্জের মানবতার ফেরিওয়ালা আফরোজা খান রিতা আপা এবং ছাত্রদলের মাধ্যমে মেডিকেলের বইসহ উপহার সামগ্রী পাঠানোর জন্য তার প্রতি কৃতজ্ঞ।

বিএনপি নেত্রী আফরোজা খান রিতা বলেন, নন্দিনীর সফলতা আমাদের গর্বিত করেছে। তার পড়াশোনায় আমরা পাশে থাকব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নন্দিনীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

নন্দিনী রানী সরকার। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। বাবার অটোরিকশার উপার্জনে বেড়ে ওঠা নন্দিনী কঠোর পরিশ্রম ও মেধার গুণে মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এমনকি নন্দিনীর মেডিকেল কলেজ জয়ের খবর শুনে সুদূর লন্ডন থেকে তার জন্য উপহার সামগ্রি পাঠিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতাসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় তারেক রহমানের পাঠানো মেডিকেলের প্রথমবর্ষের বই ও ভর্তির টাকা নন্দিনীর হাতে তুলে দেয়ায় দরিদ্র পরিবারের এই মেধাবীর পড়াশোনায় উৎসাহ আরও বেড়ে গেছে।

নন্দিনীর এ সাফল্যে গর্বিত তার পরিবার ও স্থানীয়রা। তার পড়াশোনার সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুদূর লন্ডন থেকে তিনি পাঠিয়েছেন মেডিকেলের প্রথম বর্ষের বই ও ভর্তির খরচ। শুক্রবার বিএনপি নেতারা নন্দিনীর হাতে এসব উপহার তুলে দেন।

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে কথা হয় নন্দিনী ও মা-বাবা এবং প্রতিবেশীর সাথে। মেয়ের সফলতায় পরিবারের সবাই আনন্দিত। দুপুরের পরপর নন্দিনীর সাথে দেখা করতে আসেন যে কলেজ থেকে লেখাপড়া করে কৃতিত্ব অর্জন করেছে সেই কানিজ ফাতেমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হালিম এবং আরেক শিক্ষক।

নন্দিনী বলেন, আমি চাই দরিদ্র মানুষের সেবা করতে, যেন টাকার অভাবে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। আমার বাবা-মায়ের ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। তাদের ইচ্ছা পূরণ করার জন্য ভালোভাবে পড়াশোনা শুরু করি। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আমার বাবা হতদরিদ্র অটোরিকশাচালক হওয়ায় আমার এবং ছোট বোনের লেখাপড়ার খরচ চালাতে তার খুব কষ্ট হয়। যার কারণে আমার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমাকে বই-খাতা কলমসহ সব ধরনের সহযোগিতা এবং স্যারেরা সবসময় আমার এবং বাবা-মায়ের স্বপ্নপূরণে পাশে থেকে এবং উৎসাহ দিতেন।

নন্দিনী জানান, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার খবর পেয়ে সুদূর লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মানিকগঞ্জের মানবতার ফেরিওয়ালা আফরোজা খান রিতা আপা এবং ছাত্রদলের মাধ্যমে মেডিকেলের বইসহ উপহার সামগ্রী পাঠানোর জন্য তার প্রতি কৃতজ্ঞ।

বিএনপি নেত্রী আফরোজা খান রিতা বলেন, নন্দিনীর সফলতা আমাদের গর্বিত করেছে। তার পড়াশোনায় আমরা পাশে থাকব।