সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে চার কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো-রাজু মিয়া, আনোয়ার হোসেন, রায়না বেগম ও আলাউদ্দীন।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কৌলা ও ব্রাহ্মণবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কুলাউড়া উপজেলার ক্যাম্পের ক্যাপ্টেন আদনান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় প্রমুখ।
ওসি জানান,রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- কৌলা ও ব্রাহ্মণবাজারে মাদকের ব্যবসা ও সেবন চলছে।এবং তাৎক্ষণিক যৌথ বাহিনী অভিযান করলে ১৪টি মোবাইল ১৭২ পিস ইয়াবা ও ৩১ হাজার ৬৫০ টাকাসহ উদ্ধার করে জব্দ করা হয় এবং সোমবার (৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।