সংবাদ শিরোনাম ::
মহানামযজ্ঞ ও নীলাকীর্ত্তন উৎসবে জেলা পরিষদ চেয়ারম্যান
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশের স্বীকৃতি অর্জন করেছি আমরা। কিন্তু আজও একটি অপশক্তি এই বাংলাদেশ নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। তাই আপনারা সচেতন থাকবেন কোন অপশক্তি যেন এই বাংলাদেশকে নিয়ে যেন ছিনিমিনি খেলতে না পারে।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় নগরীর হড়গ্রাম মন্দিরের আয়োজনে সাত দিন ব্যাপী মহানামযজ্ঞ ও নীলাকীর্ত্তন উৎসব পরিদর্শনে গেয়ে এই সব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হড়গ্রাম মন্দিরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী নরেশ চন্দ্র ও সভাপতি সভাপতি অনন্ত কুমার পাল।






















