ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরেেমোট মৃতের সংখ্যা ১৬৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় এক হাজার ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৭১ জন। এছাড়া ঢাকা বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৮৬ জন, ময়মনসিংহে ২৭ জন ও রাজশাহী বিভাগে ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৯৩৮ জন। এরমধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী।
আর ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ৫০ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ১ শতাংশ পুরুষ।