https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
  • অন্যান্য

গরমের মধ্যে বৃষ্টি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৯, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ । ৬১ জন
Link Copied!

গরম বাড়ার সাথে সাথেই বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস। আগামী দুই থেকে তিন দিন সারা দেশেই বৃষ্টির হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দেশের সব জায়গাতেই আগামী দুই থেকে তিন দিন প্রবণতা রয়েছে। এই সময়ের মধ্যে কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সারা দেশে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং কমতে পারে রাতের তাপমাত্রা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (২০ মার্চ) রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।