মায়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টা
আপীলেও সাজা বহাল একরামুল আহসান কাঞ্চনের
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
মায়ের ১০ কোটি টাকার সম্পত্তি জাল হেবা করে জালিয়াতি ও আত্নসাতের মামলায় আসামী একরামুল আহসান কাঞ্চনের সাজা আপিলেও বহাল রয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল ইসলাম তিনি এ রায়ের আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ইউনুস ইমাম এ বিষয়টি তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এর আগে ২০২৩ সালের ১৮ মে মায়ের সম্পত্তি জালিয়াতির অপরাধে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ বদিউজ্জামানের আদালত একরামুল আহসান কাঞ্চনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। পরবর্তীতে আসামী গ্রেফতার হলে আসামীপক্ষ নারায়ণগন্জ জেলা ও দায়রা জজ আদালতে আপীল করে। নারায়ণগন্জ জেলা ও দায়রা জজ আদালত মামলাটি শুনানীর জন্য নারায়ণগন্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলি করলে আজ বিচারক আমিনুল ইসলাম রায়ে সাজা বহাল রাখেন।
মামলার বিরবণ থেকে জানা যায়, ২০০৯ সালের ২২ জানুয়ারি এবং ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারিতে কাঞ্চন ও বাদল আপন মায়ের নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ১২৭ শতাংশ জমি জাল-জালিয়াতি করে নিজেদের নামে লিখে নেয়। কাঞ্চন ও বাদলের মা কমরের নেহার ২০১০ সালের ৪ মার্চ আদালতে মামলাটি দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর মামলার বাদী, সাক্ষী, আসামীদের পর্যবেক্ষণ করে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ মামলার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর মামলার বাদী কমরের নেহার বলেন, তার চার সন্তানের মধ্যে দুই সন্তান একরামুল আহসান কাঞ্চন ও কামরুল আহসান বাদল ফেতনবাজ। তারা অর্থলোভী ও জালিয়াত। তারা ওয়ারিশসূত্রে পর্যাপ্ত সম্পত্তি প্রাপ্তীর পরেও জাল-জালিয়াতি করে মায়ের সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছে। এটা অপরাধ। তিনি বিচার পেয়ে সন্তুষ্ট।