নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আশুগঞ্জ ও সরাইল উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তালশহর গ্রামের লাল মিয়ার ছেলে সোলাইমান সেকান্দরকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে চারটি মামলা রয়েছে।
এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সম্পাদক ও সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের বাসিন্দা বাসাররফ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগের তিনটি মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।