গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর থেকে গণভবন থেকে লুট করে নেয়া ৮ লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি সেনাবাহিনীকে খবর দিয়ে জানান যে, তার বাসার পাশে একটি ব্যাগে ৮ লাখ টাকা পাওয়া গেছে। পরে আমরা জানতে পারি, একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিলো। পরে সে ভয়ে টাকাগুলো রেখে পালিয়ে গেলে তার স্বজনরা সেনাবাহিনীকে ফোন করেন। পরে স্থানীয়রা দায়িত্বরত সেনাবাহিনীর টহল দলকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে টাকাগুলো জব্দ করেন।
এ ঘটনায় মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। পরে সেগুলো স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতে টাকাগুলো গুনে আমরা বুঝে নেই।