প্রধান উপদেষ্টার বার্তা
অন্তর্বর্তী সরকারের মেয়াদ জুন পর্যন্ত

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। রোববার (২৫ মে) ১০টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন তিনি। পরে সাংবাদিকদের এ তথ্য জানান বৈঠকে উপস্থিত থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এসময় মান্না বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদ আমাদের ধ্বংস করে দিতে চাই। এ জন্য পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার। সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। কিন্তু এই ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে, এ জন্য তিনি কিছুটা হতাশ। এই অবস্থায় আমরা সবাই এক থাকবো বলে জানিয়েছি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু প্রধান জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। তিনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কী হয়েছিল, তা আমাদের জানান। আমরা বলেছি, পুরো জাতি আপনার পদত্যাগ চাই না।
মান্না বলেন, নির্বাচনটা কবে হবে এবং কীভাবে হবে তা আমরা জানতে চয়েছি। উনি স্পষ্ট করে বলেছেন, যদি কম সংস্কার হয় তবে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয়, তবে জুনে নির্বাচন। জুনের পর কোনোভাবে এটা গড়াবে না। আমি তাদের লিখে দিতে চাই, আমি কোনোভাবেই ক্ষমতা বৃদ্ধি করতে চাই না। অন্তর্বর্তী সরকার এর বেশি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাই না।