একাদশে ভর্তির সময় বাড়ল
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
চলততি বছর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা আবারো বাড়ানো হয়েছে । ঘোষণা অনুযায়ী আগামী ১৮ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে আবেদন করা যাবে শুধমাত্র অনলাইনে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ আগস্ট (রাত ৮টা) চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। আর শিক্ষার্থীর নিশ্চয়ন শুরু হবে ২২ আগস্ট। যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত (রাত ৮টা)। চতুর্থ দফায় কলেজে ভর্তি শুরু হবে আগামী ২৫ আগস্ট।
এর আগে গত ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকসহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর পিছিয়ে যায় একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ। একই সাথে বন্ধ থাকে চতুর্থ দফার কলেজে ভর্তির অনলাইনে আবেদন। পরে ৬ আগস্ট চতুর্থ দফার ভর্তির আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিলো ১৪ আগস্ট পর্যন্ত।