মাধবপুরে বিজিবি’র জনসচেতনতা মূলক সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে বিজিবি’র উদ্যোগে সীমান্তে অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেমুনিয়ায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান সহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান এবং এধরনের অপরাধ সংঘটিত হলে বিজিবিকে তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদানের অনুরোধ করেন।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা কেবল বিজিবি’র দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন-অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ।