বন্ধ হয়ে যাচ্ছে ৩০০ প্রাথমিক বিদ্যালয়!
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
দেশে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর তুলনায় শিক্ষার্থী হাতে গোনা। দীর্ঘ সময় ধরেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়ছে না। এরকম প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৩০০। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হচ্ছে এসব বিদ্যালয়।
জানা গেছে, সারাদেশে প্রায় ৩শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার চিহ্নিত করা হয়েছে, যেসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৫০ এর নিচে। এসব বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষমতা কেড়ে নেয়া হচ্ছে। এগুলোকে পাশের সরকারি স্কুলের সঙ্গে একীভূত করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এ বিষয়ে বলেন, গত ১০ বছর ধরে যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০ এর নিচে, সেসব স্কুলকে পাশের সরকারি স্কুলের সঙ্গে একীভূত করা হবে। স্কুলের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের একীভূত করা হবে।
তিনি বলেন, খুলনার একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা্এক হাজার ২০০-এর বেশি। আরও ৬০০ শিক্ষার্থী এই স্কুলে ভর্তি হতে চায়। স্কুলের আশপাশে ৩-৪টা কিন্ডারগার্ডেন স্কুল বন্ধ হয়ে গেছে। প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি স্কুলকে ওই পর্যায়ে নিয়ে গেছে।