ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি (ভিডিও)

আহমদ বিলাল, সুনামগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজারে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দোয়ারাবাজার উপজেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

বুধবার (৭ আগস্ট) বেলা দুইটায় দোয়ারাবাজার থানা পুলিশ বিক্ষোভ করেন কর্মরত পুলিশ সদস্য। এ সময় ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, আট ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান বলেন, নির্মমভাবে নিহত পুলিশ সদস্যদের হত্যার সুষ্ঠু বিচার, পুলিশ বাহিনী সংস্কার ও বৈষম্য দূরীকরণসহ সারা বাংলাদেশব্যাপী পুলিশ বাহিনীর ডাকা কর্মবিরতির অংশ হিসাবে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পুলিশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করে কর্মবিরতি ঘোষণা করলাম।

১১ দফা দাবিগুলো হলো-

১: থানায় হামলা করে নির্দোষ পুলিশ সদস্যদের হত্যার বিচার করতে হবে।

২:ব্রিটিশ আমলের পিআরবি দিয়ে পুলিশ চালানো যাবে না। ২০২৪ সালে সময় উপযোগী বাংলাদেশ পুলিশ প্রবিধান করতে হবে

৩: অবৈধ আদেশ অমান্য করলে যেনো উর্ধ্বতন ক্ষতি করতে না পারে,মামলা নিয়ে এসপি অফিস,সার্কেল অফিসের হয়রানি বন্ধ করা সহ পিআরবি সংস্কার।

৪: বিভিন্ন বিল যেমন পিডি বিল, টিএ বিল, নির্বাচন বিল, সোর্স মানি,তদন্ত ব্যয় বিল ইত্যাদি বিল যথাযথভাবে বুঝিয়ে দেওয়া।

৫: আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা ৮ ঘন্টা চাই। আট ঘন্টার অতিরিক্ত প্রতিটি মিনিটের জন্য ওভারটাইম বেতনের সাথে যোগ করতে হবে।ছুটির দিন যেমন শুক্র, শনি,ঈদ, পুজা আমরা ছুটি ভোগ করতে পারি না তাই এই দিনগুলো পার্ট টাইম বিবেচনা করে অতিরিক্ত বেতন যোগ করা।
অথবা অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো ছুটির দিনগুলো হিসাব করে তাদের সাথে না হলেও পরে হিসাব করে সেই অনুপাতে ছুটি দিতে হবে।

৬: গ্রেড অনুযায়ী rank badge সমন্বয় করা, উন্নত রেশন।

৭: নিয়ম অনু্যায়ী বিসিএস ক্যাডারের নিয়োগ ও ইন্সপেক্টরের প্রমোশনের সংখ্যার অনুপাত সঠিক রাখা।

৮: কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত নিয়োগ বদলি পদোন্নতি পানিশমেন্ট সবগুলো পুলিশের ঊর্ধ্বে থানা কর্তৃপক্ষের হাতে থাকা চলবে না তৃতীয় কোন নিরপেক্ষ রাজনৈতিক প্রভাব মুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে।

৯: কোন সদস্যকে অহেতুক দুই বছরের আগে কোন স্থান থেকে বদলি করে হয়রানি করা যাবে না।

১০: পুলিশ সদস্যের বদলির আবেদন ফরওয়ার্ড ছুটির আবেদন এসপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মর্জির অনুযায়ী না হয়ে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী হতে হবে।

১১: মামলা তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক তদবির থেকে মুক্ত করতে হবে এবং অহেতুক পুলিশকে রাজনৈতিক ডিউটিতে এনগেজ না করে পুলিশকে মামলা তদন্ত করার জন্য যথেষ্ট সুযোগ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি (ভিডিও)

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজারে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দোয়ারাবাজার উপজেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

বুধবার (৭ আগস্ট) বেলা দুইটায় দোয়ারাবাজার থানা পুলিশ বিক্ষোভ করেন কর্মরত পুলিশ সদস্য। এ সময় ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, আট ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান বলেন, নির্মমভাবে নিহত পুলিশ সদস্যদের হত্যার সুষ্ঠু বিচার, পুলিশ বাহিনী সংস্কার ও বৈষম্য দূরীকরণসহ সারা বাংলাদেশব্যাপী পুলিশ বাহিনীর ডাকা কর্মবিরতির অংশ হিসাবে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পুলিশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করে কর্মবিরতি ঘোষণা করলাম।

১১ দফা দাবিগুলো হলো-

১: থানায় হামলা করে নির্দোষ পুলিশ সদস্যদের হত্যার বিচার করতে হবে।

২:ব্রিটিশ আমলের পিআরবি দিয়ে পুলিশ চালানো যাবে না। ২০২৪ সালে সময় উপযোগী বাংলাদেশ পুলিশ প্রবিধান করতে হবে

৩: অবৈধ আদেশ অমান্য করলে যেনো উর্ধ্বতন ক্ষতি করতে না পারে,মামলা নিয়ে এসপি অফিস,সার্কেল অফিসের হয়রানি বন্ধ করা সহ পিআরবি সংস্কার।

৪: বিভিন্ন বিল যেমন পিডি বিল, টিএ বিল, নির্বাচন বিল, সোর্স মানি,তদন্ত ব্যয় বিল ইত্যাদি বিল যথাযথভাবে বুঝিয়ে দেওয়া।

৫: আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা ৮ ঘন্টা চাই। আট ঘন্টার অতিরিক্ত প্রতিটি মিনিটের জন্য ওভারটাইম বেতনের সাথে যোগ করতে হবে।ছুটির দিন যেমন শুক্র, শনি,ঈদ, পুজা আমরা ছুটি ভোগ করতে পারি না তাই এই দিনগুলো পার্ট টাইম বিবেচনা করে অতিরিক্ত বেতন যোগ করা।
অথবা অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো ছুটির দিনগুলো হিসাব করে তাদের সাথে না হলেও পরে হিসাব করে সেই অনুপাতে ছুটি দিতে হবে।

৬: গ্রেড অনুযায়ী rank badge সমন্বয় করা, উন্নত রেশন।

৭: নিয়ম অনু্যায়ী বিসিএস ক্যাডারের নিয়োগ ও ইন্সপেক্টরের প্রমোশনের সংখ্যার অনুপাত সঠিক রাখা।

৮: কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত নিয়োগ বদলি পদোন্নতি পানিশমেন্ট সবগুলো পুলিশের ঊর্ধ্বে থানা কর্তৃপক্ষের হাতে থাকা চলবে না তৃতীয় কোন নিরপেক্ষ রাজনৈতিক প্রভাব মুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে।

৯: কোন সদস্যকে অহেতুক দুই বছরের আগে কোন স্থান থেকে বদলি করে হয়রানি করা যাবে না।

১০: পুলিশ সদস্যের বদলির আবেদন ফরওয়ার্ড ছুটির আবেদন এসপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মর্জির অনুযায়ী না হয়ে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী হতে হবে।

১১: মামলা তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক তদবির থেকে মুক্ত করতে হবে এবং অহেতুক পুলিশকে রাজনৈতিক ডিউটিতে এনগেজ না করে পুলিশকে মামলা তদন্ত করার জন্য যথেষ্ট সুযোগ দিতে হবে।