রাজশাহীতে সমাবেশে নওগাঁ বিএনপির হাজার হাজার নেতাকর্মী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিভিন্ন জেলা থেকে বিভাগীয় শহর রাজশাহী তে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির এই সমাবেশ শুরু হবে।
বিভিন্ন জেলা শহর থেকে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা করছেন বিএনপির নেতা-কর্মীরা। নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বলেন আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশের সংবিধানকে টেনে-ছুড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছিল। তার পরিণতিতে এককাপড়ে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল। তাই আমরা বিশ্বাস করি, দেশে এখন সত্যিকার গণতন্ত্র আসবে। অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না। আওয়ামী লীগকে দেখে সবার শিক্ষা নিতে হবে। স্বৈরাচারমুক্ত করতে ছাত্র-জনতাকে রক্ত দিয়ে মূল্য দিতে হয়েছে। এই স্বাধীনতাকে কখনো জলাঞ্জলি হতে দেওয়া যাবে না।