ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনা সভা (ভিডিও)

বিলাল আহমদ খান, রাঙ্গামাটি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে আগমন করেছেন রহমত স্বরূপ। তার শিক্ষা ও আদর্শ বিশ্ব মানবতার জন্য অপরিহার্য এর শিক্ষা ও আদর্শ সর্বাবস্থায় অনুকরণীয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনিএসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলার সকল আলিম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, আলেমদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ হওয়া ও একে অপরকে সম্মান দেয়া। রাঙ্গামাটি আলেম-ওলামারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আত্মকলহ আর ঝগড়া বিবাদে ব্যস্ত। আপনারা কুরআন-সুন্নাহর নির্দেশনা সামনে রেখে ধৈর্য ও সহনশীলতার পরিবেশ তৈরি করুন। আলেমদের মধ্যে চলে আসা মতভেদ বন্ধ করুন এবং প্রিয় নবীজির আদর্শে নিজেদেরকে পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখার জন্য উপস্থিত ইমাম-খতিবদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে আমাদের জীবনকে পরিচালিত করতে পারলে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পরকালেও মুক্তি লাভ করা সম্ভব।

সভায় প্রধান আলোচক ছিলেন আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মো. বখতেয়ার হোসেন, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, মাও মিরাজ উদ্দিন সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ইসলাম প্রিয় অনেক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনা সভা (ভিডিও)

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে আগমন করেছেন রহমত স্বরূপ। তার শিক্ষা ও আদর্শ বিশ্ব মানবতার জন্য অপরিহার্য এর শিক্ষা ও আদর্শ সর্বাবস্থায় অনুকরণীয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনিএসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলার সকল আলিম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, আলেমদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ হওয়া ও একে অপরকে সম্মান দেয়া। রাঙ্গামাটি আলেম-ওলামারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আত্মকলহ আর ঝগড়া বিবাদে ব্যস্ত। আপনারা কুরআন-সুন্নাহর নির্দেশনা সামনে রেখে ধৈর্য ও সহনশীলতার পরিবেশ তৈরি করুন। আলেমদের মধ্যে চলে আসা মতভেদ বন্ধ করুন এবং প্রিয় নবীজির আদর্শে নিজেদেরকে পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখার জন্য উপস্থিত ইমাম-খতিবদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে আমাদের জীবনকে পরিচালিত করতে পারলে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পরকালেও মুক্তি লাভ করা সম্ভব।

সভায় প্রধান আলোচক ছিলেন আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মো. বখতেয়ার হোসেন, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, মাও মিরাজ উদ্দিন সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ইসলাম প্রিয় অনেক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।