ব্রাহ্মণবাড়িয়ায় ১২দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষসহ দুই শিক্ষকের পদত্যাগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।
জানা গেছে, রোববার দুপুর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণিসহ স্নাতক ও ¯স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে। এরপর বেলা ৩টার দিকে বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ১২ দফা দাবি উত্থাপন করেন।
১২ দফা দাবিগুলো হলো- ছাত্র রাজনীতি থেকে শুরু করে সকল প্রকার রাজনীতি কলেজে নিষিদ্ধ করা, শিক্ষকরাও ছাত্র রাজনীতির সাথে জড়ানো এবং কোনো রাজনৈতিক এজেন্ডাসহ কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড পালিত হবে না।
ক্লাসের মানোন্নয়নসহ শিক্ষার্থীদের কাছে পাঠ্যবই পৌঁছাতে পারছে কি না তা নিশ্চিত করা, শেণিকক্ষে পড়ানো সিলেবাসের বিষয়বস্তর উপর পরীক্ষা নেয়া এবং হুটহাট নোটিশে বা শ্রেণিকক্ষে ঘোষণা দিয়ে না চাপানো, শ্রেণি পরীক্ষা, অর্ধবার্ষিকী ও বাৎসরিক পরীক্ষা খাতা মূল্যায়নের পর নম্বরপত্রে নম্বর তুলে নেওয়ার পর শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দেয়া এবং মূল্যায়নের ধরণের জবাবদিহিতা শিক্ষকদের দিতে হবে, পরিকল্পিতভাবে ব্যবহারিক ক্লাসের সময় নির্ধারণসহ মানোন্নয়ন করা, কলেজে ধর্মপালন, হিজাব বা নিকাব পরিধানে কোনো প্রকার বাঁধা না দেওয়া এবং কোনো প্রকার কটুক্তি, অপমানমূলক কথা বা ইঙ্গিত কোনো শিক্ষক দিতে পারবে না।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ জেড এম আরিফ হোসেন এ বিষয়ে বলেন, শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেন। তাদের অধিকাংশ দাবিগুলোই যৌক্তিক।