রাঙামাটিতে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
রাঙামাটি পার্বত্য জেলায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ শনিবার (২৩ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির মিলনায়তনে ইফা’র আয়োজনে অনুষ্ঠিত হয়।
সনদ বিতরণকালে ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, ইসলামি সংস্কৃতিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটছে। আমাদের প্রিয় নবী (সা.) পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। আগামী প্রজন্ম মহানবীর জীবনাদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। একমাত্র ইসলামি অনুশাসন মেনে চললেই মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, অপসাংস্কৃতি রোধে ইসলামি সংস্কৃতির বিকল্প নেই। এজন্য তোমাদের প্রচুর লেখা পড়া করতে হবে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন, রাঙামাটি ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবুল হাসেম, রাণী দয়াময় উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আবুল কাসেম, পর্যটন দেওয়ানপাড়া মুহম্মদিয়া জামিয়া শরিফ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল বাসিত খান, সালাহউদ্দিন আহমেদ, মাওলানা মিরাজ উদ্দিন প্রমুখ।