ভিপি নূরের ওপর হামলার ৩ বছর পর মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রায় ৩ বছর পর টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার(২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় ১নং আসামি করা হয়েছে ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল ও ২নং আসামি করা হয়েছে ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবিড় পালকে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নামও মামলায় যুক্ত করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে- জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, ছানোয়ার হোসেন ও খান আহমেদ শুভ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রেজাউর রহমান চঞ্চল, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক যুগ্ম-আহবায়ক তানভীর ইসলাম হিমেল ও রনি আহমেদ।
টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ২০২১ সালের ১৭ নভেম্বর গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় রোববার (১ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।