ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বললেন ড. শফিকুল ইসলাম মাসুদ

সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যমান বিচার ও সংস্কার করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ মহানগরের জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যমান বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে। অবৈধ অর্থ ও কালো টাকা উদ্ধার করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিচয়বিহীন চাঁদাবাজ ও সন্ত্রাসীর সংখ্যা আগের চেয়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

শুক্রবার (২৩ মে ) বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পটুয়াখালী জেলা ফোরামের উদ্যোগে ঢাকায় আয়োজিত ‘প্রীতি সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের এই দক্ষিণ অঞ্চল-যে দক্ষিণ অঞ্চলকে বলা হয়, বিগত ৫৩ বছর দেশ স্বাধীন হওয়ার পর, বিশেষ করে বিগত ১৭ বছরে, বিনা ভোটে, অবৈধ ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের দখলে রাখার চেষ্টা করা হয়েছে; দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে; বঞ্চিত করে রাখার চেষ্টা করা হয়েছে-সেই অঞ্চল হচ্ছে বরিশাল, সেই অঞ্চল হচ্ছে পটুয়াখালী।

তিনি আরও বলেন, আমরা ২০২৫ সালে এসে পটুয়াখালীবাসীর ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মাধ্যমে বিগত ৫৩ বছরের ইতিবাচক প্রতিশোধ গ্রহণ করতে চাই। এবং সেই লক্ষ্যে আমরা শুধু পটুয়াখালীর ৪টি আসন থেকেই নয়, বরিশাল অঞ্চলের প্রত্যেকটি আসন থেকেই দেশপ্রেমিক, ইসলামপন্থী প্রার্থীদের বিজয়ের মাধ্যমে দক্ষিণ অঞ্চলে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী (রহ.)-এর প্রতি যে জুলুম করা হয়েছে, তার একটি অত্যন্ত ইতিবাচক প্রতিশোধ গ্রহণ করতে চাই। আমরা চাই, এই আসনগুলো ইসলাম ও দেশপ্রেমের পক্ষে বিজয়ী হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন ড. শফিকুল ইসলাম মাসুদ

সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যমান বিচার ও সংস্কার করতে হবে

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ঢাকা দক্ষিণ মহানগরের জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যমান বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে। অবৈধ অর্থ ও কালো টাকা উদ্ধার করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিচয়বিহীন চাঁদাবাজ ও সন্ত্রাসীর সংখ্যা আগের চেয়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

শুক্রবার (২৩ মে ) বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পটুয়াখালী জেলা ফোরামের উদ্যোগে ঢাকায় আয়োজিত ‘প্রীতি সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের এই দক্ষিণ অঞ্চল-যে দক্ষিণ অঞ্চলকে বলা হয়, বিগত ৫৩ বছর দেশ স্বাধীন হওয়ার পর, বিশেষ করে বিগত ১৭ বছরে, বিনা ভোটে, অবৈধ ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের দখলে রাখার চেষ্টা করা হয়েছে; দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে; বঞ্চিত করে রাখার চেষ্টা করা হয়েছে-সেই অঞ্চল হচ্ছে বরিশাল, সেই অঞ্চল হচ্ছে পটুয়াখালী।

তিনি আরও বলেন, আমরা ২০২৫ সালে এসে পটুয়াখালীবাসীর ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মাধ্যমে বিগত ৫৩ বছরের ইতিবাচক প্রতিশোধ গ্রহণ করতে চাই। এবং সেই লক্ষ্যে আমরা শুধু পটুয়াখালীর ৪টি আসন থেকেই নয়, বরিশাল অঞ্চলের প্রত্যেকটি আসন থেকেই দেশপ্রেমিক, ইসলামপন্থী প্রার্থীদের বিজয়ের মাধ্যমে দক্ষিণ অঞ্চলে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী (রহ.)-এর প্রতি যে জুলুম করা হয়েছে, তার একটি অত্যন্ত ইতিবাচক প্রতিশোধ গ্রহণ করতে চাই। আমরা চাই, এই আসনগুলো ইসলাম ও দেশপ্রেমের পক্ষে বিজয়ী হোক।