ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমানোর দাবিতে মানববন্ধন

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে আলু, পেয়াজ, চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাগেরহাট জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিত অনুষ্ঠিত হয়। অতিমুনাফা লোভি ব্যবসায়ীদের কারসাজিতে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি এবং খোলা ড্রামে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে দ্রব্যমূল্য কমানোর দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

মানবন্ধনে বক্তব্য দেন, ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি মো: শাহ আলম টুকু, অ্যাডভোকেট শেখ মোশারেফ হোসেন মন্টু, অধ্যাপক হেমায়েত হোসেন খোকন, মাসুদুল হক, এস এস সোহান, আব্দুল্লাহ আল ইমরান, অরিন্দম দেবনাথ, সনাক সদস্য নাসরিন আক্তার ডলি, পূরবী বসু প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে আলু ও পেঁয়াজসহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পন্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এছাড়া বর্তমানে আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে, যা ভোক্তাদের জন্য ক্ষতিকর। এসব বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যেভাবে হোক নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নাগালের মধ্যে আনতে হবে। এজন্য অন্তবর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমানোর দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে আলু, পেয়াজ, চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাগেরহাট জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিত অনুষ্ঠিত হয়। অতিমুনাফা লোভি ব্যবসায়ীদের কারসাজিতে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি এবং খোলা ড্রামে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে দ্রব্যমূল্য কমানোর দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

মানবন্ধনে বক্তব্য দেন, ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি মো: শাহ আলম টুকু, অ্যাডভোকেট শেখ মোশারেফ হোসেন মন্টু, অধ্যাপক হেমায়েত হোসেন খোকন, মাসুদুল হক, এস এস সোহান, আব্দুল্লাহ আল ইমরান, অরিন্দম দেবনাথ, সনাক সদস্য নাসরিন আক্তার ডলি, পূরবী বসু প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে আলু ও পেঁয়াজসহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পন্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এছাড়া বর্তমানে আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে, যা ভোক্তাদের জন্য ক্ষতিকর। এসব বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যেভাবে হোক নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নাগালের মধ্যে আনতে হবে। এজন্য অন্তবর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।