ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চড়া দামেই বিক্রি হচ্ছে আলু ও সয়াবিন তেল

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও সবজির দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা এবং সবজির দাম ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে কেজিতে। এছাড়া মুরগির দামও ১০ টাকা পর্যন্ত কমেছে কেজিতে। তবে চড়া দামেই বিক্রি হচ্ছে আলু ও খোলা সয়াবিন তেল।

এদিকে, ডিমের ডজন ১৫০ টাকায় স্থির থাকলেও কোথাও ৫ টাকা কমে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম।

শুক্রবা (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁও, মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজারে গিয়ে দেখা গেছে, দেশি পেঁয়াজের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্যমতে, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম ১০ থেকে ২০ টাকা কমে ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানীকৃত পেঁয়াজ ৮৫ থেকে ১১০ টাকায় বিক্রি হয়।

প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭২ থেকে ১৭৫ টাকায়, দেশি রসুন কেজি মানভেদে ২৪০ থেকে ২৫০ টাকায় এবং আমদানি করা রসুন কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও তা ১৪৫ টাকা।

সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজির দাম কিছুটা কমেছে। তবে যে দামে সবজি বিক্রি হচ্ছে, তা ক্রেতার নাগালের বাইরে। প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকায়, কাঁচা টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটোল ৬০ টাকা, ঢেঁড়শ মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, পাকা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, বেগুন মানভেদে ৭০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৭০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, নতুন আলু ১২০ টাকা, পুরনো আলু ৭০ থেকে ৭৫ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায় এবং লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চড়া দামেই বিক্রি হচ্ছে আলু ও সয়াবিন তেল

সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও সবজির দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা এবং সবজির দাম ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে কেজিতে। এছাড়া মুরগির দামও ১০ টাকা পর্যন্ত কমেছে কেজিতে। তবে চড়া দামেই বিক্রি হচ্ছে আলু ও খোলা সয়াবিন তেল।

এদিকে, ডিমের ডজন ১৫০ টাকায় স্থির থাকলেও কোথাও ৫ টাকা কমে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম।

শুক্রবা (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁও, মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজারে গিয়ে দেখা গেছে, দেশি পেঁয়াজের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্যমতে, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম ১০ থেকে ২০ টাকা কমে ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানীকৃত পেঁয়াজ ৮৫ থেকে ১১০ টাকায় বিক্রি হয়।

প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭২ থেকে ১৭৫ টাকায়, দেশি রসুন কেজি মানভেদে ২৪০ থেকে ২৫০ টাকায় এবং আমদানি করা রসুন কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও তা ১৪৫ টাকা।

সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজির দাম কিছুটা কমেছে। তবে যে দামে সবজি বিক্রি হচ্ছে, তা ক্রেতার নাগালের বাইরে। প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকায়, কাঁচা টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটোল ৬০ টাকা, ঢেঁড়শ মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, পাকা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, বেগুন মানভেদে ৭০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৭০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, নতুন আলু ১২০ টাকা, পুরনো আলু ৭০ থেকে ৭৫ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায় এবং লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।