বালির মধ্যে মুখ চেপে ভাইকে হত্যা
ফল ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
যশোরে এক ফল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে শহরের মুজিব সড়কের মডেল মসজিদের গলির ভিতরে এই ঘটনা ঘটে। নিহত আকিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
নিহতের ভাই তরিকুল ইসলাম জানায়, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ফলের দোকান রয়েছে। রাতে খবর পাই ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে।
তিনি জানান, পুলিশের কাছে জানতে পেরেছি একজন নারী মোবাইল ফোনে তাকে ডেকে এনে বালির মধ্যে মুখ চেপে ভাইকে হত্যা কর হয়েছ। ভাই আকিকুলের দুই মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক এ বিষয়ে বলেন, রাতেই (মঙ্গলবার) নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে বা কারা আকিকুলকে হত্যা করেছে তা জানা যায়নি।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার বলেন, হত্যার ঘটনায় তথ্য পাওয়া গেছে, অচিরেই ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারব।
নারীর মোবাইল ফোনে যশোর এসেছে নিহত আকিকুল এমন প্রশ্নের জবাবে রূপবান বলেন, সবকিছু মাথায় নিয়েই কাজ করছি। খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাবো।