সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরা আজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
আজ বুধবার পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা-কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পবিত্র আশুরা পালন করা হবে।
পবিত্র আশুরা উপলক্ষৈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে বাণী দিয়েছেন।
বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি। দিনটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম এবং স্যাটেলাইট টিভি চ্যানেল এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে।
হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন। কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে আশুরা উদযাপিত হয়।