হজে গিয়ে ৫১ বাংলাদেশির মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১০:২০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে
চলতি বছর হজ গিয়ে এ পর্যন্ত ৫১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে মক্কায় মারা গেছে ৪০ জন। আর মদিনায় মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছে। সৌদি আরবের আইন অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের সেই দেশেই দাফন করা হয়।
হজ পোর্টালের সবশেষ বুলেটিনে বৃহস্পতিবার (২৭ জুন) রাতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, এ বছর হজে গিয়ে ৫১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুুরুষ ৩৮ এবং মহিলা ১৩ জন। হজ পালন শেষে দেশে ফিরেছেন পর্যন্ত ২৩ হাজার ৮৬৩ হাজি। সৌদি থেকে ৩০টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে আছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮টি, সৌদি এয়ারলাইনসের ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১২টি ফ্লাইট পরিচালনা করে।
বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৭ হাজিদের নিয়ে দেশ আসে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।
এ বছর তীব্র গরমে হজ করতে গিয়ে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু এক হাজার ৩০০ ছাড়িয়েছে।