সাবেক সংস্কৃতিক মন্ত্রী নুরের বিরুদ্ধে আরও এক মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ১১ বছর পর নীলফামারী-২ সদর আসনের সাবেক সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে আরোও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোম্বর) নীলফামারী সদর আমলী আদালত-১ হত্যা মামলাটি দায়ের করেছেন নিহতের ছেলে লিটন রহমান।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট সদর থানার ইনচার্জকে মামলাটি রেকর্ড করার আদেশ দিয়েছেন বলে জানা গেছে। নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের হত্যাকান্ডের শিকার নিহত সিদ্দিক আলীর ছেলে লিটন রহমান বাদী হয়ে বিজ্ঞ নীলফামারী সদর আমলী আদালত-১ মামলাটি দায়ের করেছেন বলে জানান,মামলার আইনজীবি মামুনুর রশীদ পাটোয়ারী।
মামলায় উল্লেখ করা হয়েছে: ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিকাল ৩ টার সময় নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, দেওয়ান কামাল আহম্মেদ,এ্যাড মমতাজুল হক, হাফিজুর রশীদ মঞ্জু,সাহিদ মাহমুদ,আবুজার রহমানের নেতৃত্বে প্রায় দেড় হাজার আওয়ামী সন্ত্রাসী বাহিনী ধারালো ছোরা,চাইনিজ কুড়াল,তলোয়র ও অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে লইয়া লক্ষীচাপ ইউনিয়নের লক্ষীচাপ ইউনিয়নের কাছারী বাজারে অগ্নিসংযোগ, লুটপাটের রাজাত্ব কায়েম করে তারা।
সেখান থেকে রামগঞ্জ বাজারে আসার পথে বিএনপি’র নেতা গোলাম রব্বানীর বাড়ীতে হামলা-ভংচুর ও অগ্নিসংযোগ করে।এ সময় রামগঞ্জ বাজারে থাকা আওয়ামী এনট্রি লোকজনদের মারপিট শুরু করে।এ মারপিটের আঘাতে এ মামলার বাদী লিটন রহমানের পিতা সিদ্দিক আলী গুরুতর রক্তাত্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। বাজারে অবস্থানরত সাধারণ মানুষজন আওয়ামী তান্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়ালে আসাদুজ্জামান নুর রক্তাত্ত জখম অস্থায় মাটিতে পরে থাকা সিদ্দিক আলীকে হত্যার উদ্দেশে গাড়ী চাপা দিয়ে হত্যা নিশ্চিত করেন।
এ ঘটনায় তার ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এ মামলায় ২০২ জন নাম উল্লেখসহ ১০০০ থেকে ১৫০০ অজ্ঞাত নামে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
এ মামলার আদেশ নথি সংশ্লিষ্ট সদর থানা ইনচার্জ এখনো হাতে পায়নি। তবে একধিক লোকমুখে শুনেছেন বলে জানান তিনি।