হজে অনিয়ম, ১৮ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
পবিত্র হজে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সৌদি সরকার। হজ শেষে শুক্রবার (২৮ জুন) পর্যন্ত ৩০ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন।
তবে, এখন পর্যন্ত শতাধিক লাগেজের খোঁজ মিলছে না। সেই সাথে নিখোঁজ রয়েছেন এক বাংলাদেশি হাজিও।
মক্কায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময়ে সৌদি হজ ও ওমরা উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানখড়া মিনা-মুজদালিফা-আরাফায় অব্যবস্থাপনায় জড়িত সৌদি মোয়াল্লেমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।
হজ প্রশাসনিক দলের প্রধান মাতিউল ইসলাম জানান, তাকওয়া , খেদমা এবং জিলহজ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সৌদিতে নেশা জাতীয় দ্রব্য পাচারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বারাকাত ট্রাভেল অ্যান্ড ট্যুরস এজেন্সিসহ ১৮টি বেসরকারি ট্রাভেল এজেন্সির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। এ তথ্য জানিয়েছে সৌদি আরব ও বাংলাদেশ কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জের মোহাম্মদ তাজুল ইসলাম নামে এক হাজী মিনা থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।