‘লেখাপড়া নিয়ে শিশুদের ওপর চাপ সৃষ্টি করা যাবে না’
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের ওপর লেখাপড়া নিয়ে চাপ সৃষ্টি করা যাবে না। শিশুরা যেন আনন্দ নিয়ে পড়ালেখা করতে পারে, সেই লক্ষ্যে পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার (১৭ মার্চ) দুপুরে শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। আজকের শিশু-কিশোররাআগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে আমরা শিশুদের গড়ে তুলছি।
প্রধানমন্ত্রী আরও বলেন,গাজায় যখন শিশুদের হত্যা করা হয়, তখন বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর মানবতাবোধ কোথায় থাকে। বিশ্বে অনেকেই শিশুর অধিকার, শিক্ষা ও মানবাধিকার নিয়ে কথা বলে। কিন্তু পাশাপাশি তাদের দ্বিমুখী কার্যক্রম দেখা যায়।
রোববার বেলা পৌঁনে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রদ্ধা নিবেদন করেন।