নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহর অবরোধ করে বিক্ষোভ করছে হাজার, হাজার শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিকসহ সব শ্রেণি পেশার মানুষ। রবিবার (৪ আগস্ট) সকালে ১১টা থেকে চাষাঢ়া শহীদ মিনারে জড়ো হয়ে বঙ্গবন্ধু সড়কে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে অভিভাবকদের ও সাধারণ মানুষও দেখা যায়।
বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া চত্ত্বর প্রবেশ করে বিক্ষোভ করে পাঁচ শতাধিক গার্মেন্টস শ্রমিক। তারা শহীদ মিনার ও বিজয়স্তম্ভে শ্লোগান দিতে থাকে।
এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু সড়কের শহরের দুই নম্বর গেট প্রদক্ষিণ করে চাষাঢ়া এসে মিলিত হয়।এ সময় তারা চাষাঢ়ার চারপাশের সড়কে বাস ফেলে ব্যারিকেড দেয় এবং শহর অবরোধ করে। বিক্ষুদ্ধ অনেকেই আগুন জ্বালানোসহ ভাঙচুর করারা চেষ্টা করলে শিক্ষার্থীরা তাতে বাধা দেয় এবং শান্তিপূর্ণ আন্দোলনের আহবান জানায়।
এর আগে সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ শহরের সব দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। তবে কোথাও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের দেখা যায়নি। বেলা সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় চাষাঢ়া চত্ত্বর অবরোধ করে হাজারো শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক, সাধারণ জনগণের বিক্ষোভ চলছে।