https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  • অন্যান্য

দেশের ৭ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ । ৯৭ জন
Link Copied!


দেশের সাতটি বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ,বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার পূর্বাবাসে এমনটাই জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজধানীসহ রাজশাহী, বরিশাল, খুলনা,ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।