https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০২৪

কতদিন বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২২, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ । ১০৬ জন
Link Copied!

সারা দেশে আগামী আরও তিনদিন বৃষ্টি হতে পারে। সেই সাথে আগামী পাঁচদিনে তাপমাত্রা বাড়ারও শঙ্কা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আ্গামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে- সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রংপুর, বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাবাসে বলা হয়, নোয়াখালী , কুমিল্লাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।