সংবাদ শিরোনাম ::
বললেন ক্রীড়া উপদেষ্টা
শহীদদের নামে ২২০টি স্টেডিয়াম হবে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামে সারা দেশে ২২০টি উপজেলায় স্টেডিয়াম হবে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে সংসদ ভবন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, পিছিয়ে পড়াদের বাদ রেখে সমাজ এগিয়ে যেতে পারবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে জাতি।
ত্যাগের মূল্য পরিশোধ নয় সম্মানের জন্য পাঠ্য পুস্তকে একটা অধ্যায় জুলাই অভ্যুত্থান ও শহীদদের নিয়ে হবে; যেন দেশ ও জাতি শহীদদের বীরত্ব ও ত্যাগের বিষয়ে জানতে পারে’, যোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনজাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ আনোয়ার উল্ল্যাহ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী এবং অন্যরা।