ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বসুন্ধরার সহায়তায় বাঞ্ছারামপুরে কোরআন শরীফ বিতরণ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্ৰুপের সহযোগিতায় কোরআন শরীফ বিতরণ করা হয়।

বসুন্ধরা গ্ৰুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্ৰুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্ৰুপের প্রেস এন্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: চাঁন মিয়া সরকার, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি এস.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম.এ আউয়াল, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, মোঃ মামুন, মোঃ শাহজাহান, মোঃ বাছির প্রমুখ।

সভাপতি ময়নাল হোসেন চৌধুরী বলেন, আজকে তোমরা ছাত্র-ছাত্রী, আগামী দিনের ভবিষ্যত। তোমরা লেখা-পড়া করে ভালো মানুষ হবা এই প্রত্যাশা সবার। লেখা-পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভ করতে হবে। তাহলে তুমি হবা একটা আদর্শ মানুষ। বসুন্ধরা গ্ৰুপ ছাত্র-ছাত্রীদের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় স্থাপন, শিক্ষা উপকরণ, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে  টিফিনের ব্যবস্থাসহ সকল কার্যক্রম ব্যবস্থা পরিচালনা করে থাকে। যাতে জাতি হয় শতভাগ শিক্ষিত। শুধু তাই নয় স্বাস্থ্য সেবা, অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ, বন্যা, খড়া, মাহামারিসহ সকল ক্ষেত্রে বসুন্ধরা জনগণের দ্বারপ্রান্তে চলে যায় আর্থিক সহযোগিতা করার জন্য। তোমরা আজকে যে উপহারটি পেয়েছো তা পাঠ করলেও লাভ এবং তা অনুসারে জীবন পরিচালনা করলে জীবন হবে স্বার্থক।

মোহাম্মদ আবু তৈয়ব বলেন, তোমরা আজকে বসুন্ধরা গ্ৰুপ কর্তৃক যে উপহারটুকু পেয়েছো তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। লেখা-পড়ার পাশাপাশি যদি এই কোরআন শরীফটি পাঠ করো তাহলে লেখা-পড়ার সাথে তোমাদের জীবনেও অনেক রহমত এবং বরকত হবে। সামনে রমজান মাস আসতেছে। ১টি করে কোরআন খতম দেওয়ার চেষ্টা করবে। তোমাদের বাবা-মা, আত্মীয় স্বজন ও বসুন্ধরার সকলের জন্য দো’আ করবা।

বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিক হাসান বলে, ভালো হয়েছে একটি কোরআন শরীফ পেয়েছি। বাংলা সহ বুঝে বুঝে পড়তে পারবো। আল্লাহর কাছে কোরআন শরীফ পাঠ করে বসুন্ধরা কোম্পানি এবং মালিকদের জন্য দো’আ করবো। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দ্বিতীয় স্থান অধিকারকারী মেধাবী ছাত্রী নুসরাত জাহান দিবা বলে, আমার অনেক আনন্দ লাগছে। অতীতে অনকে পুরষ্কার পেয়েছি। এতো আনন্দ লাগে নি। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ট উপহার। যারা দিয়েছে তাদের সবার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মন প্রান দিয়ে দো’আ করবো। বাঞ্ছারামপুর সরকারি এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারকারী মেধাবী ছাত্র মোঃ তাহীন সরকার বলে, আমার কাছে কোরআন শরীফটি পেয়ে অনেক আনন্দ লাগতেছে। এতদিন না বুঝে পড়তাম। বাংলা অর্থসহ আছে বলে এখন সূরা এবং আয়াতের অর্থ বুঝতে পারবো। ধন্যবাদ বসুন্ধরা গ্ৰুপকে ।

আলোচনা শেষে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সর্বমোট ৫হাজার ৩শত ২০টি কোরআন শরীফ বিতরণ করা হয়। এই বিতরণের অন্তর্ভূক্ত ছাত্র-ছাত্রীরা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেনিতে পড়ুয়া ছাত্র-ছাত্রী। পাশাপাশি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষনের জন্য ৫টি করে কোরআন শরীফ দেওয়া হয়। এদের মধ্যে ছিলো ২৫টি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও ১টি স্কুল ও কলেজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বসুন্ধরার সহায়তায় বাঞ্ছারামপুরে কোরআন শরীফ বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্ৰুপের সহযোগিতায় কোরআন শরীফ বিতরণ করা হয়।

বসুন্ধরা গ্ৰুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্ৰুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্ৰুপের প্রেস এন্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: চাঁন মিয়া সরকার, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি এস.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম.এ আউয়াল, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, মোঃ মামুন, মোঃ শাহজাহান, মোঃ বাছির প্রমুখ।

সভাপতি ময়নাল হোসেন চৌধুরী বলেন, আজকে তোমরা ছাত্র-ছাত্রী, আগামী দিনের ভবিষ্যত। তোমরা লেখা-পড়া করে ভালো মানুষ হবা এই প্রত্যাশা সবার। লেখা-পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভ করতে হবে। তাহলে তুমি হবা একটা আদর্শ মানুষ। বসুন্ধরা গ্ৰুপ ছাত্র-ছাত্রীদের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় স্থাপন, শিক্ষা উপকরণ, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে  টিফিনের ব্যবস্থাসহ সকল কার্যক্রম ব্যবস্থা পরিচালনা করে থাকে। যাতে জাতি হয় শতভাগ শিক্ষিত। শুধু তাই নয় স্বাস্থ্য সেবা, অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ, বন্যা, খড়া, মাহামারিসহ সকল ক্ষেত্রে বসুন্ধরা জনগণের দ্বারপ্রান্তে চলে যায় আর্থিক সহযোগিতা করার জন্য। তোমরা আজকে যে উপহারটি পেয়েছো তা পাঠ করলেও লাভ এবং তা অনুসারে জীবন পরিচালনা করলে জীবন হবে স্বার্থক।

মোহাম্মদ আবু তৈয়ব বলেন, তোমরা আজকে বসুন্ধরা গ্ৰুপ কর্তৃক যে উপহারটুকু পেয়েছো তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। লেখা-পড়ার পাশাপাশি যদি এই কোরআন শরীফটি পাঠ করো তাহলে লেখা-পড়ার সাথে তোমাদের জীবনেও অনেক রহমত এবং বরকত হবে। সামনে রমজান মাস আসতেছে। ১টি করে কোরআন খতম দেওয়ার চেষ্টা করবে। তোমাদের বাবা-মা, আত্মীয় স্বজন ও বসুন্ধরার সকলের জন্য দো’আ করবা।

বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিক হাসান বলে, ভালো হয়েছে একটি কোরআন শরীফ পেয়েছি। বাংলা সহ বুঝে বুঝে পড়তে পারবো। আল্লাহর কাছে কোরআন শরীফ পাঠ করে বসুন্ধরা কোম্পানি এবং মালিকদের জন্য দো’আ করবো। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দ্বিতীয় স্থান অধিকারকারী মেধাবী ছাত্রী নুসরাত জাহান দিবা বলে, আমার অনেক আনন্দ লাগছে। অতীতে অনকে পুরষ্কার পেয়েছি। এতো আনন্দ লাগে নি। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ট উপহার। যারা দিয়েছে তাদের সবার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মন প্রান দিয়ে দো’আ করবো। বাঞ্ছারামপুর সরকারি এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারকারী মেধাবী ছাত্র মোঃ তাহীন সরকার বলে, আমার কাছে কোরআন শরীফটি পেয়ে অনেক আনন্দ লাগতেছে। এতদিন না বুঝে পড়তাম। বাংলা অর্থসহ আছে বলে এখন সূরা এবং আয়াতের অর্থ বুঝতে পারবো। ধন্যবাদ বসুন্ধরা গ্ৰুপকে ।

আলোচনা শেষে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সর্বমোট ৫হাজার ৩শত ২০টি কোরআন শরীফ বিতরণ করা হয়। এই বিতরণের অন্তর্ভূক্ত ছাত্র-ছাত্রীরা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেনিতে পড়ুয়া ছাত্র-ছাত্রী। পাশাপাশি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষনের জন্য ৫টি করে কোরআন শরীফ দেওয়া হয়। এদের মধ্যে ছিলো ২৫টি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও ১টি স্কুল ও কলেজ।