পলাশবাড়ীতে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে নিহত ১
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৩০) নামের সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন।
নিহত জুলেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বোর্ডের বাজার এলাকার বাবলু মিয়ার ছেলে। সে কর্মে বাস বডি তৈরি মিস্ত্রি এবং সন্তানের জনক।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জুয়েল সিএনজিতে করে গাইবান্ধা থেকে পলাশবাড়ী অভিমুখে আসছিলেন। উক্ত স্থানে সিএনজিটি পৌঁছিলে বিপরীতমুখী বেপরোয়া গতির একটি ট্রাক্টরের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে জুয়েল মিয়া সিএনজি থেকে সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।